Header Ads Widget

Responsive Advertisement

এখন আপনার iPhone 13 ধরুন!

                   এখন আপনার iPhone 13 ধরুন!




অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অ্যাপল তাদের সেপ্টেম্বর ইভেন্টে উন্মোচন করলো আইফোন সিরিজের নতুন চমক আইফোন ১৩ (Apple iPhone 13)। আইফোনের এই নতুন সিরিজে থাকছে আরো বেশি স্টোরেজ সুবিধা সহ লম্বা ব্যাটরি লাইফ, আরো আপডেটেড ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ সহ বেশ কিছু নতুন ফিচার। আসুন জেনে নেওয়া যাক নতুন কি কি থাকছে অ্যাপলের এই নতুন ডিভাইসগুলোতে।

আইফোন ১৩ (iPhone 13) উন্মোচন

iPhone 12 সিরিজের ফোনগুলো বাজারে আসার পরে থেকেই গত এক বছরে অ্যাপলের নতুন এই ডিভাইসগুলো নিয়ে অনেক কানাঘুষা ও গুজব শোনা গেছে সময়ে সময়ে। যেমন iPhone 13 কেমন হবে, এর কালার কি হতে পারে, এরসাথে কি কি ফিচার থাকতে পারে এইসব। তবে অবশেষে গত ১৪ই সেপ্টেম্বর সব গুজব থামিয়ে দিয়ে, সব কৌতুহল মিটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন সিরিজের স্মার্টফোনগুলো।

গত বছরে রিলিজ হওয়া আইফোন ১২ সিরিজের ফোনগুলোর সাইজের সাথে মিল রেখে আইফোন 13 সিরিজেরও ৪টি মডেল বাজারে আনলো অ্যাপল, যা ৫টি ভিন্ন ভিন্ন কালারে বাজারে পাওয়া যাবে। এই নতুন সিরিজে অ্যাপল কি কি ফিচার যুক্ত করেছে তা জানতে পড়তে থাকুন সম্পূর্ণ লেখাটি।

কি কি আপগ্রেড থাকছে iPhone 13 সিরিজেঃ

অ্যাপল তাদের ইভেন্টে দাবি করছে যে, A15 চিপ্সের বায়োনিক প্রসেসর আইওএস ১৫ অপারেটিং সিস্টেমের সাথে আগের সিরিজের যে কোন ফোন থেকে আরো ৫০% দ্রুত চলবে। এছড়া ক্যামেরা ফিচারেও থাকছে পরিবর্তন। গতবারের থেকে এবার নচের সাইজ আরো ছোট করা হয়েছে এ কারনে ব্যবহারযোগ্য স্ক্রিন কিছুটা বাড়বে।




অ্যাপল তাদের নতুন সিরিজে বেশি ব্যাটরি লাইফের উপর গুরুত্ব দিয়েছে, সাথে সাথে বেশি স্টোরেজ রাখা হয়েছে এই সিরিজের ফোনগুলোতে। তবে ক্যমেরা, ডিসপ্লে সহ আরো বেশ কিছু ফিচার উপভোগ করতে পারবেন শুধু মাত্র iPhone 13 Pro ও iPhone 13 Pro Max এর ব্যবহারকারীরা। যেমন, এই দুটি ফোনের সাথে এবার যুক্ত করা হয়েছে জায়ান্ট ক্যামেরা এবং 120Hz হাই রিফ্রেশ-রেট ডিসপ্লে যা এনিমেশন, গেম ও মুভির জন্য আপনাকে আরো ভাল অনুভুতি দেবে।


জয়ের সুযোগ পেতে এখনই আপনার মোবাইল নম্বর লিখুন।





Post a Comment

0 Comments